ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
১১৭২

সুন্দরবন, নীলসাগর  রংপুর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০২ ৩ জুন ২০১৯  

প্রতিবারের তুলনায় এবার রেলপথে ভোগান্তি অনেকটাই কম। অধিকাংশ ট্রেনই স্বাভাবিক নিয়মে ছাড়ছে। ফলে স্বস্তিতে রয়েছেন অধিকাংশ রেলযাত্রী। তবে এক্ষেত্রে সমস্যা তৈরি করেছে সুন্দরবন, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস।

আজ সোমবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তিনটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া গেছে।

সুন্দরবন, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস বিলম্ব করছে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত মোটামুটি শিডিউল মেনেই ছেড়েছে সবক'টি ট্রেন।

গত ২৫ মে যারা ট্রেনের আগাম টিকিট কেটেছিলেন, তারা আজ সোমবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটি ছেড়েছে সোয়া ৮টায়। চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১১টায়। 
এছাড়া রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি শেষ খবর পাওয়া পর্যন্ত কমলাপুরে পৌঁছায়নি। এ ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সোয়া ১০টায়।

 সোমবার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখো মানুষের জনস্রোত চোখে পড়েছে। কমলাপুর থেকে ট্রেনের ছাদেকাউকে উঠতে দেওয়া হচ্ছে না ।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর